আলাতুলীতে বন্যা কবলিত ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পদ্মায় হটাৎ পানি বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের পানি কবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন পানি কবলিত আলাতুলি ইউনিয়নের বকচর, মধ্যচর ও কলিমপড়া এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ ৫শ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আহমেদ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া বিতরণ করা হয়। আগামী কাল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৯