গৃহবধু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে এক সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণের দায়ে আজিজুল হক নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতি এই দন্ডদাশে প্রদান করেন। আজিজুল হক (৩৫) শিবগঞ্জের চকদৌলতপুর গ্রামের রইসুদ্দীনের ছেলে।
মামলার বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ৮ ডিসেম্বর ধর্ষণের শিকার ওই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকায় আসামী আজিজুল তাকে জোরপুর্বক অপহরণ করে কালিতলা নামক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনার ৩ মাস ৮ দিন পর ওই গৃহবধু বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওই সময়ের শিবগঞ্জ থানার উপ পরিদর্শক গোলাম মোস্তফা ২০১৭ সালের ১৬ জুলাই আজিজুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলার স্বাক্ষ্য ও শুনানী গ্রহণ শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৯
মামলার বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ৮ ডিসেম্বর ধর্ষণের শিকার ওই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকায় আসামী আজিজুল তাকে জোরপুর্বক অপহরণ করে কালিতলা নামক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনার ৩ মাস ৮ দিন পর ওই গৃহবধু বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওই সময়ের শিবগঞ্জ থানার উপ পরিদর্শক গোলাম মোস্তফা ২০১৭ সালের ১৬ জুলাই আজিজুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলার স্বাক্ষ্য ও শুনানী গ্রহণ শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৯