গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পূর্নভবা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রক্তিম (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার  বাবুরঘোনে মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত রক্তিম রহনপুর পৌরসভার ইসলাম নগর গ্রামের নাসিমের ছেলে।
গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রেজাউল ইসলাম ও স্থানীয়রা জানায়, দুপুরে পূর্ণভবা নদীতে বন্ধুদের সাথে রক্তিম গোসল করতে যায় । এক পর্যায়ে সাঁতার করার সময় সে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা রক্তিমকে খুঁজে না পেয়ে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবন্ত রক্তিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক রক্তিমকে মৃত ঘোষণা করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৯-১৯

,