সদর উপজেলায় নৌকার প্রার্থী নজরুল দাখিল করলেন মনোনয়ন পত্র

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজ মনোনয়ন পত্র গ্রহণ করা হচ্ছে। সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বেলা ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ্যাড. নজরুল ইসলাম শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র দাখিলের জন্য বের হন। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, জেলা তাতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব প্রমুখ।

পরে শহরের ফুড অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন দলীয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন ও দলীয় প্রার্থী এ্যাড. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুল হাই, মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম, গোলাম শাহনেওয়াজ অপু, আবু সুফিয়ান, দানেশ আলী, মনিরুল ইসলাম টিয়া, ফায়জার রহমান কনক, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসফুদৌল দোলা প্রমুখ। সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৯

,