চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র জমা

আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট  ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন, রুহুল আমিন, বাশির উদ্দীন, ইকবাল হোসেন ছোটকু, মাসদুল হক নিখিল ও  আজিজুর রহমান। জেলা নির্বাচন অফিসার মো. তাওয়াক্কিল রহমানের কাছে তারা তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য,১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কাউন্সিলর ইউনুসুর রহমান গত ৭ এপ্রিল মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৯