নিমতলা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকা থেকে ২ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক শহিদুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দুরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আফসার আলীর ছেলে।
র‌্যাব জানায়, নিমতলার ফকিপাড়া মহল্লার স্পোর্টস কর্ণারের সামনে মাদকের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রবিবার দিবাগত রাতে অভিযান চালায়। এসময় শহিদুল ইসলামকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে নগদ ১৪ হাজার টাকা ও একটি মটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৯-১৯