দু’ অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ ৩জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুটি পৃথক অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযানগুলো চালানো হয়।
অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ আটক হয়েছেন উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম(২৪), ১২৫পিস ইয়াবাসহ লক্ষীনারায়নপুর পেচিপাড়া গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মুনসুর (৫৫) ও ৫০ পিস ইয়াবাসহ মহারাজপুর বজাপাড়া গ্রামের আয়েশের ছেলে তৌহিদুল ইসলাম।
সদর থানার পরদির্শক ইদ্রিস আলী জানান,কবিরুলকে তেররশিয়া হায়াত মোড় এলাকা এবং মুনসুর ও তৌহিদুলকে মুনসুরের বাড়ির সামনে থেকে দেহ তল্লাশীর পর ইয়াবা পাওয়া গেলে আটক করা হয়। তিনি বলেন, এরা মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দিয়ে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৯
অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ আটক হয়েছেন উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম(২৪), ১২৫পিস ইয়াবাসহ লক্ষীনারায়নপুর পেচিপাড়া গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মুনসুর (৫৫) ও ৫০ পিস ইয়াবাসহ মহারাজপুর বজাপাড়া গ্রামের আয়েশের ছেলে তৌহিদুল ইসলাম।
সদর থানার পরদির্শক ইদ্রিস আলী জানান,কবিরুলকে তেররশিয়া হায়াত মোড় এলাকা এবং মুনসুর ও তৌহিদুলকে মুনসুরের বাড়ির সামনে থেকে দেহ তল্লাশীর পর ইয়াবা পাওয়া গেলে আটক করা হয়। তিনি বলেন, এরা মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দিয়ে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৯