চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত জেলা গঠনের লক্ষে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সভা

মাদকমুক্ত জেলা গঠনের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. নূর-উর-রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান। ৩ বছরব্যাপী মাদক মুক্তির কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  আনিছুর রহমান খাঁন।
সমাবেশে মাদক প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা, সমস্যা, মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভা শেষে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. নূর-উর-রহমান। 

চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৯