শিবগঞ্জে র্যাবের হাতে অস্ত্রসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার রসুনচক (দফাদার পাড়া) এলাকায় থেকে সোমবার বিকেলে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলিসহ একজনকে আটক করে র্যাব। আটক হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত সেন্টুর ছেলে সাহেব (২২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার রসুনচক (দফাদার পাড়া) এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১ টি বাইসাইকেলের তালা ভাঙ্গার চাবিসহ সাহেবকে আটক করা হয়।
শিবগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৯
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার রসুনচক (দফাদার পাড়া) এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১ টি বাইসাইকেলের তালা ভাঙ্গার চাবিসহ সাহেবকে আটক করা হয়।
শিবগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৯