চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩৪ ডেঙ্গুজ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৮জন রোগী ভর্তি হয়েছে। এনিয়ে বর্তমানে সোমবার সদর হাসপাতালে ডেঙ্গজ্বরে আক্রান্ত ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, এই পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯ জন। এদের মধ্যে সিংহভাগই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের ডেঙ্গু কর্ণারে যথাযথভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৯