পাঁচ গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার ৫ গুণিশিল্পীকে সম্মাননা প্রদান করা হযেছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনাববগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ড, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। অনুষ্ঠানে ৫ গুণিশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। এরা হচ্ছেন, কণ্ঠসংগিতে মেহবুব রাজা, লোক সংস্কৃতিতে সাইদুর রহমান, নাট্যকলায় গিয়াস উদ্দীন, আবৃত্তিতে রাসিদা খাতুন ও তালযন্ত্রে রণজিত কুমার নন্দী।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৯