সাংবাদিক সুইট স্মরণে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক কালের কণ্ঠ ও গাজি টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তরুণ সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের অকাল মৃত্যুতে শনিবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক, সাংবাদিক আহসান হাবিব, মনোয়ার হোসেন জুয়েল, আব্দুল্লাহ আল নাহিদ, সফিকুল ইসলাম ও ইমতিয়ার ফেরদৌস সুইটের ভাই কৌশিক আহম্মেদ। স্মরণসভা পরিচালনা করেন চাঁপাইনাববগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
সভায় বক্তারা ইমতিয়ার ফেরদৌস সুইটের সাংবাদিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
উল্লেখ, গত ১৫ আগস্ট সকাল পৌনে ৭টার দিকে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইট হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৯