গোমস্তাপুরে ইয়াবাসহ ২জন আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার থেকে শুক্রবার রাতে ২’শ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলো, নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধর্মপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শামীম হোসেন (১৯) ও একই উপজেলার শ্রীমন্ত গ্রামের আইয়ুব আলীর ছেলে আপেল মাহমুদ (২৬)।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) শামীম হোসেন জানান, উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার নামক স্থানে থানা পুলিশের বিশেষ অভিযান চলার সময় শামীম হোসেন ও আপেল মাহমুদকে ২’শ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১৭-০৮-১৯
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) শামীম হোসেন জানান, উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার নামক স্থানে থানা পুলিশের বিশেষ অভিযান চলার সময় শামীম হোসেন ও আপেল মাহমুদকে ২’শ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১৭-০৮-১৯