আজাইপুর পুকুর রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ স্বোচ্চার এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর-শংকরবাটী-আরামবাগ এলাকার ঐতিহ্যবাহী ‘ডোমেন সিং’ পুকুর রক্ষার দাবিতে শুক্রবার বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজাইপুর আরামবাগ উজ্বালা সংঘ চত্বরে দুর্যোগপুর্ণ আবহাওয়ার মাঝে এলাকার মানুষের প্রাণের দাবিতে আয়োজিত এই সমাবেশে বিপুল পরিমাণ নারী পুরুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের  যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল হুদা অলক, পুকুর রক্ষা কমিটির সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর সেরাজুল ইসলাম জারজিস।
সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক আল আমিন। 

প্রধান অতিথির বক্তব্যে হারুন বলেন, ‘ পুকুরটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। এলাকার জনগন পুকুরটি তাদের দৈনন্দিন জীবনযাপনে ব্যবহার করে আসছে। জনগনের স্বার্থে কোনভাবেই এটি বন্ধ হতে দেয়া যাবেনা’। তিনি জনগনের সঙ্গে আছেন উল্লেখ করে বলেন, ‘ জনগন ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তিই পুকুর নিয়ে ষড়যন্ত্র করতে পারবেনা’।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৮-১৯