গোমস্তাপুরে পুকুরে ডুবে দু’ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরে পুকুরে ডুবে দু’ শিশুর মৃত্য হয়েছে। মঙ্গলবার দুপুরে পার্বতীপুরের জিনারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দীন ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের শহীদুল ইসলামের ছেলে নাইম (৪) ও রহনপুর মাষ্টারপাড়ার মিজানুর রহমানের ছেলে সাইয়ুম (৫) নানার বাড়ি জিনারপুরে বেড়াতে এসে দুপুর ১টার দিকে গ্রামের পুকুরে গোসল করতে যায়। পুকুরের গভীর পানিতে তারা ডুবে যায়। স্থানীয়রা দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’ শিশুকে মৃত ঘোষণা করে।
নিহত নাইম ও সাইয়ুম মামাতো ফুফাতো ভাই।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর/ ০২-০৭-১৯
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দীন ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের শহীদুল ইসলামের ছেলে নাইম (৪) ও রহনপুর মাষ্টারপাড়ার মিজানুর রহমানের ছেলে সাইয়ুম (৫) নানার বাড়ি জিনারপুরে বেড়াতে এসে দুপুর ১টার দিকে গ্রামের পুকুরে গোসল করতে যায়। পুকুরের গভীর পানিতে তারা ডুবে যায়। স্থানীয়রা দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’ শিশুকে মৃত ঘোষণা করে।
নিহত নাইম ও সাইয়ুম মামাতো ফুফাতো ভাই।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর/ ০২-০৭-১৯