বেতন ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মত পৌর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসুচি
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে চার পৌরসভা সবধরনের সেবা বন্ধ রেখে সকল কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপি অনুষ্ঠিত অবস্থান কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ, শিবগঞ্জ এ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, রহনপুর এ্যাসোসিশনের সভাপতি ইসমাইল হোসেন, পৌরসভা ইউনিটের সভাপতি ইমরান হোসেইন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৭-১৯
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপি অনুষ্ঠিত অবস্থান কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ, শিবগঞ্জ এ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, রহনপুর এ্যাসোসিশনের সভাপতি ইসমাইল হোসেন, পৌরসভা ইউনিটের সভাপতি ইমরান হোসেইন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৭-১৯