বারঘরিয়া বাজার থেকে ইয়াবাসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কের বাবঘরিয়া এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে র্যাব ১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ ওবায়দুল নামের এক যুবককে আটক করেছে। আটক ওবায়দুল শিবগঞ্জ উপজেলার নারায়নপুরের আক্তার হোসেনের ছেলে।
র্যাব জানায়, রাতে কানসাটগামী রাস্তার পাশে বারঘরিয়া বাজার মাঠে মাদক বেচার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় ওবায়দুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে ওবায়দুলের সঙ্গে থাকা মটর সাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৭-১৯
র্যাব জানায়, রাতে কানসাটগামী রাস্তার পাশে বারঘরিয়া বাজার মাঠে মাদক বেচার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় ওবায়দুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে ওবায়দুলের সঙ্গে থাকা মটর সাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৭-১৯