বিশ রশিয়া সীমান্ত থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশ রশিয়া এলাকা থেকে বুধবার ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  দুপুরে ৫৩ ব্যাটালিয়নের অধীনস্থ ফতেপুর বিওপির একটি টহলদল সুবেদার আব্দুল খালেকের নেতৃত্বে সীমান্ত পিলার ১৬/৫ এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ১২ নং পাকা ইউনিয়নের বিশ রশিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৭-১৯

,