মাদক মামলায় এক যুবকের ১৫ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের ১৫ বছর সশ্রম কারাদন্ড ও  ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দন্ডিত ব্যক্তি হচ্ছে নাচোল উপজেলার মুরাদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আল আমিন (৩১)।
মামলার বিবরণে ও রাষ্ট্রপক্ষের কৌসুলী আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৮ সালের ২৩ এপ্রিল রাতে নাচোল পৌর মুরাদপুর গোরস্থান এলাকায় রাজবাড়ীগামী সড়কের উপর অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের একটি দল। অভিযানকালে পালানোর সময় ৮ হাজার ৬০০ পিস ইয়াবা ভর্তি একটি ব্যগসহ র‌্যাবের হাতে আটক হন আল আমিন। তার সাথে আটক হন নাচোল ঝিকড়া এলাকার মৃত.সাইদুর রহমানের ছেলে সেলিম রেজা (২৩)।
এঘটনায় পরদিন ২৪’এপ্রিল নাচোল থানায় আটক দুজনকে আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ওই বছরের ৩০’জুন আদালতে ওই দুজনকে অভিযুক্ত করে চার্যশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত এ মামলার চার্জ গঠনকালে সেলিম রেজাকে অব্যহতি দেন।
১০ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাড.আফসার আলী। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৭-১৯