সদর উপজেলা স্কাউটস’র ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

“সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং” স্লোগানে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার ১ম বার্ষিক সাধারণ সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড এম নূরুল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা শাখা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. নিলুফার ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, মুক্তমহাদলের প্রতিষ্ঠাতা মোঃ মোসফিকুর রহমান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও জেলা স্কাউটস্ এর  কোষাধ্যক্ষ মোঃ আসলাম কবীর, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালসহ সদর উপজেলা স্কাউটস’র সদস্যবৃন্দ ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক বজলার রহমান রুবল।
অনুষ্ঠানে স্কাউটসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দুইজন শিক্ষককে দক্ষতা উন্নয়ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লং সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন কে.এম.এম. মাহফুজুর রহমান এবং ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন রাকিব উদ্দীন আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৯