উদ্বোধন হলো ৭ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা

চাঁপাইনবাবগঞ্জে ৭দিনব্যাপী ফলদ ও কনজ বৃক্ষমেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পুরাতন ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক দেব দুলালা ঢালী, পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান, রাজশাহী জোনের সহকারী বন সংরক্ষক মেহেদীউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মুখলেসুর রহমান, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কল্যানপুর হটিকালচার সেন্টার উপপরিচালক ড.সাইফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা এ ধরনের মেলার গুরুত্ব তুলে ধরেন। তারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ছাড়াও বৃক্ষের নানা উপযোগিতা তুলে ধরে সবাইকে গাছ লাগানোর পরামর্শ দেন।
মেলায় ২৪টি স্টল স্থান পেয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৭-১৯