দেবীনগর ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট শেষ চলছে গণনা
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গণনা চলছে। বৃস্পতিবার দেবীনগর ইউনিয়নের ৯টা কেন্দ্রর ৪৯ বুথে সকালে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল রহিম বিশ্বাস নৌকা প্রতীক আর বিএনপি’র নেতা (স্বতস্ত্র) প্রার্থী আ. ক.ম. সাহেদুল আলম বিশ্বাস আনারস প্রতীত নিয়ে প্রতিদ্বন্দ্বী করেন।
এদিকে একই দিন, সদর উপজেলা মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের ৬নং সাধারণ ওয়ার্ড সদস্য ও ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৪নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনে গ্রহন শেষ চলছে গণনা।
উল্লেখ্য, এ তিন পদের নির্বাচিত জনপ্রতিনিধিরা মৃত্যুবরণ করায় বিধি মোতাবেক নির্বাচন কমিশন উপনির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন। আর ভোলাহাট সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডটি বর্তমান ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৭-১৯
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল রহিম বিশ্বাস নৌকা প্রতীক আর বিএনপি’র নেতা (স্বতস্ত্র) প্রার্থী আ. ক.ম. সাহেদুল আলম বিশ্বাস আনারস প্রতীত নিয়ে প্রতিদ্বন্দ্বী করেন।
এদিকে একই দিন, সদর উপজেলা মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের ৬নং সাধারণ ওয়ার্ড সদস্য ও ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৪নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনে গ্রহন শেষ চলছে গণনা।
উল্লেখ্য, এ তিন পদের নির্বাচিত জনপ্রতিনিধিরা মৃত্যুবরণ করায় বিধি মোতাবেক নির্বাচন কমিশন উপনির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন। আর ভোলাহাট সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডটি বর্তমান ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৭-১৯