মারা যাওয়া পুলিশ সদস্যের পরিবারকে আইজিপি’র অর্থ সহায়তা

দায়িত্বপালনরত অবস্থায় মারা যাওয়া চাঁপাইনবাবগঞ্জের দু’ পুলিশ সদস্যের পরিবারকে পুলিশের মহা পরিদর্শকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম দু’ পুলিশ সদস্যের স্ত্রীর কাছে অর্থ সহায়তা তুলে দেন। এসময় অর্থ সহায়তাপ্রাপ্ত পুলিশ সদস্যের পরিবারের শিশু সন্তানরাও ছিলেন।
অর্থ সহায়তা প্রাপ্তরা হচ্ছেন, পুলিশ সদস্য শহিদুল ইসলামের স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর কয়রার দিয়াড় গ্রামের মোসাঃ আসমান তারা ও পুলিশ সদস্য গোলাম রাব্বানীর স্ত্রী শিবগঞ্জ উপজেলার হাজারিডাঙ্গা গ্রামের মোসাঃ বিবি খাদিজা।
দু পরিবারকে ঈদ শুভেচ্ছা হিসেবে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৭-১৯