বজ্রপাতে নিহতদের পরিবার ও আহতদেরকে অর্থ সহায়তা দিলো জেলা প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জে বুধবার দুপুরে ঘটে যাওয়া বজ্রপাতের ঘটনায় নিহত ২ কৃষক পরিবার এবং আহত ও অসুস্থ হওয়া ১৭ জনের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। নিহতদের পরিবার ও আহতদেরকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক বজ্রপাতে অসুস্থ ও আহতদের দেখতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যান এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এসময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
হাসপাতালে জেলা প্রশাসক বজ্রপাতে নিহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ২ জনের পরিবারকে ২০ হাজার করে প্রদান করেন। একই সময় আহত ও অসুস্থ ১৭ জনকে ৩ হাজার করে প্রদান করা হয়।
এদিকে, বজ্রপাতের সময় সবাইকে সতর্কতার সঙ্গে চলার জন্য অনুরোধ জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৯
বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক বজ্রপাতে অসুস্থ ও আহতদের দেখতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যান এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এসময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
হাসপাতালে জেলা প্রশাসক বজ্রপাতে নিহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ২ জনের পরিবারকে ২০ হাজার করে প্রদান করেন। একই সময় আহত ও অসুস্থ ১৭ জনকে ৩ হাজার করে প্রদান করা হয়।
এদিকে, বজ্রপাতের সময় সবাইকে সতর্কতার সঙ্গে চলার জন্য অনুরোধ জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৯