চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীসহ বজ্রপাতে আহত ১০

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরে মা- ছেলে ও চর মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীসহ দশ জন বজ্রপাতে আহত হয়েছে। আহতের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছে চর মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ও চর মোহনপুর চকপাড়ার আবুল কাশেমের মেয়ে সুমাইয়া হক, একই এলাকার জেনারুলের মেয়ে তিহিন্না, টিকরামপুর গ্রামের মতিউর রগমানের মেয়ে আনিসা মমতাজ, একই গ্রামের নাইমুলের মেয়ে নাদিরা, চরমহনপুরে রুবেল আলী স্ত্রী মেরিনা (২৮), সদর উপজেলার গোবরাতলার আকতারা(৪০), চরহরিসপুরের হামিদা (১৪),রামচন্দ্রপুর হাট এলাকার লিমা (১৪) ও সদর উপজেলার  চর অনুপনগরে মিজানুরুরে স্ত্রী সুন্দরী (৪৫) তার ছেলে সামাদ (১৮) সহ কায়েমা নামে আরো একজন আহত হয়।

চর মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান,বুধবার দুপুরে ষষ্ঠ ক্লাসে  সময় বজ্রপাতের বিকট শব্দে বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী Amy¯’ n‡q c‡o| আহতের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ৪ শিক্ষার্থীকে চিকিৎসা জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৯