ভ্রাম্যমাণ আদালতে ২১ জুয়াড়ির সাজা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুরে সোমবার রাতে অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) ইদ্রিস আলির নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত প্রায় ১০টার দিকে কৃষ্ণগোবিন্দপুরে এক বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়া খেলার দায়ে ২১ জনকে আটক করা হয়।
রাতেই তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালতের বিচারক ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৯