এবছরও সেরা মনামিনা কৃষি খামার > শেষ হলো ৭ দিনব্যাপি ফলদ ও বনজ বৃক্ষমেলা

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ৭ দিনের ফলদ ও বনজ বৃক্ষ মেলা রবিবার শেষ হয়েছে।
বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ্ আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামস্ ই তাবরিজ, শিবগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা বরমান হোসেন।
মেলায় কৃষি সম্প্রসারণসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কৃষি প্রতিষ্ঠান, নার্সারী মিলে ২৪টি স্টল বসে। এর মধ্যে ৬টি সরকারি ও ১২টি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিটি স্টলে ছিল ফলদ, বনজ, ঔষধি, বিভিন্ন প্রকার ফলসহ কৃষি যন্ত্রপাতি।
এবছর মেলায় প্রথম স্থান অধিকার করে মনামিনা কৃষি খামার, দ্বিতীয় খামারবাড়ি নার্সারি, স্বরূপনগর এবং তৃতীয় স্থান অর্জন করে গ্রীণ বনসাই আলীনগর।
এনিয়ে চতুর্থবার প্রথম স্থান দখল করলো মনামিনা কৃষি খামার।
সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৭-১৯