ইভটিজিং করতে গিয়ে ধরা খেল গোমস্তাপুরের ১১ জন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চায়ের দোকানে আড্ডা দিয়ে স্কুল শিক্ষার্থীদের ইভটিজিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে  ১১ জন কিশোর ও যুবক। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালত প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে।
গোমস্তপুর থানার ওসি জসিম উদ্দিন জানায়, গোমস্তাপুর ইউনিয়নের খোসাল পাড়ায় মনুয়ারের চায়ের দোকানে আড্ডা দিয়ে আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে আসছিলো। রবিবার গোমস্তাপুর থানা পুলিশ ও ডিএসবি সদস্যদের সমন্বয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রামমান আদালতে হাজির করলে ভ্রামমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব রায়হান তাদের অর্থদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, ওই এলাকার শঅহজাহানের ছেলে ওবায়দুল (৩১), জালাল উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), আনোয়ার হোসেনের ছেলে মনোয়ার হোসনে (২২), আলমগীরের ছেলে রাজু (২২), এহসানের ছেলে রায়হান (১৮), টিয়ার ছেলে ইসমাইল (১৯), শুকুমারের ছেলে নয়ন মন্ডল (২১), ইয়াসিনের ছেলে শহীদুল্লাহ (১৮), মুখলেসুরের ছেলে পিন্টু (১৮), আব্দুস সাত্তারের ছেলে আওয়াল (১৫), ফারুকের ছেলে মিজান (১৭)।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৭-১৯

,