নাচোলে ১৬৪ তম সিধু-কানহু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৬৪ তম সিধু-কানহু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। দুপুরে নাচোল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলো পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নাচোল শাখার সভাপতি শ্রী বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, আদিবাসী একাডেমীর সভাপতি যতীন হেমরম, মহিলা নেত্রী রঞ্জনা রানী।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মিন্টু রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুল হক, সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক সাকিল রেজা।
সভায়, অধিকার আদায়ের সংগ্রামে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিদু, কানুসহ লড়াই সংগ্রামে নেতৃত্ব দেয়া সবাইকে স্মরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৬-১৯

,