পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে শনিবার রাতে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে জাকারিয়া বাবুল। বাবুলকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে ডিবি পুলিশ জানায়।
জেলা ডিবি পুলিশের এসআই আবু আব্দুল্লাহ জাহিদ জানান, পুলিশে চাকরি দেয়ার কথা বলে মামলার বাদী মো. সহুবুল নামের এক ব্যক্তির সাথে ১৩ লাখ টাকা চুক্তি করে জাকারিয়া বাবুল এবং ৬ লাখ টাকা অগ্রিম নেয়। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেই সাথে আটক ব্যক্তির হেফাজত হতে নগদ ৪৯ হাজার টাকা, বিভিন্ন ব্যক্তির স্বাক্ষরকৃত ১১ টি ফাঁকা চেক এবং বিভিন্ন চাকরির ৩টি প্রবেশপত্র উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৬-১৯

,