উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জাসদ ছাত্রলীগের শুভেচ্ছা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজে ২০১৯-২০২০ সালের নবাগত উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ। আগামী ১ জুলাই থেকে নবাগত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান উপলক্ষে জাসদ ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা খান তনু ও সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির এক প্রেস নোটে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সেই সাথে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে নবাবগত শিক্ষার্থীরা কাজ করবেন এ আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া তারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি সুস্থ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চারও আহব্বান জানান ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৬-১৯
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৬-১৯