জোহরপুর সীমান্তে ৫৩ ককটেল উদ্ধার করল ৫৩ বিজিবি

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জহরপুর সীমান্তের ঝাউনিয়া গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় বাড়ির পেছন থেকে ৫৩ টি ককটেল উদ্ধার করে। তবে অভিযানের সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। ককটেল গুলো কার, বা কিকারণে সেখানে রাখা হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৯-১৯