শিবগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন পিরোজপুর থেকে সাজেদুল ইসলাম বাবু (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
নিহত সাজেদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার সোনাপুরের আজমল হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে সাজেদুলের মরদেহ উদ্ধার করে। তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তা নিশ্চি হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছেÑ মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৬-১৯

,