বাখেরআলী সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বাংলাদেশির নাম আবু বাক্কার। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালাবাগডাঙ্গা কাঁপাড়ার আইয়ুব আলীর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ অভিযোগ করলেও বিজিবির পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।
নিহতের ভাই হাবিবুর রহমান ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর আলী জানান, রোববার রাতে বাখেরআলী সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ২৭/৬ এস দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি যুবক গরু আনতে ভারতে প্রবেশ করে। রাত আনুমানিক ২ টার দিকে তারা গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে মারা যায় বাক্কার।
পালিয়ে আসা বাক্কারের সহযোগিদের কাছ থেকে হত্যা খবর নিশ্চিত হয়েছেন বলে জানান হাবিবুর রহমান।
তবে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘সীমান্তের ওপারে (ভারতীয় অংশে) হতাহতের খবর এলাকার মুখে মুখে ছড়িয়ে পড়লেও, আমরা নিশ্চিতভাবে কোনো খবর পাইনি। এই বিষয়ে বিজিবি তদন্ত করে দেখছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৬-১৯