মাহে রমজান উপলক্ষে ইফা’র উদ্যোগে র্যালি
‘খোশ আমদেদ’ মাহে রমজান’ এই শ্লোগানে সোমবার চাঁপাইনবাবগঞ্জে মাহে রমজান উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই র্যালী ও সমাবেশ হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশ নেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, সিভিল সার্জন ডা. এস.এফ এম খায়রুল আতাতুর্ক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালামসহ বিভিন্ন মসজিদের ইমামগণ। শেষে একই স্থানে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ৭মে থেকে মাহে রমজান শুরু হচ্ছে, এই রমজানের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের দায়িত্ব। রমজানে পবিত্রতা রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৯
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশ নেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, সিভিল সার্জন ডা. এস.এফ এম খায়রুল আতাতুর্ক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালামসহ বিভিন্ন মসজিদের ইমামগণ। শেষে একই স্থানে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ৭মে থেকে মাহে রমজান শুরু হচ্ছে, এই রমজানের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের দায়িত্ব। রমজানে পবিত্রতা রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৯