গোমস্তাপুরে বাজার তদারকিমুলক অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্সণ অধিদপ্তরের জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বাজারে ‘বাজার তদারিকমূলক’ অভিযান চালিয়েছে। সোমবার দুপুরে পরিচালিত অভিযানে খাবার দেকান,বেসরকারী হাসপাতালসহ  ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অভিযোগে চারটি প্রতিষ্টানকে ২৬ হাজার টাকা জরিমানা ও দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, গোমস্তাপুর ইসলামী হাসপাতালের ডায়াগনষ্টিক সেন্টারে রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেণ্ট ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে চার ভাই রেস্তোঁরা ও তামান্না মিষ্টান্ন ভান্ডারকে যথাক্রমে চার হাজার ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শণ না করার দায়ে রাজু ষ্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা নুরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক শহিদুল ইসলাম ও গোমস্তাপুর থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৯

,