শপথ পরবর্তী বিশাল গাড়িবহর নিয়ে নিজ আসনে ঢুকলেন এমপি হারুন আমিনুলকে সংবর্ধনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন ও আমিনুল ইসলাম নানা জল্পনা কল্পনা শেষে শপথ গ্রহণের ২ দিন পর নিজ এলাকায় ফিরে এসেছেন। বৃহস্পতিবার বিকেলে তারা চাঁপাইনবাবগঞ্জে আসেন।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশদ্বার দ্বারিয়াপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী মটর সাইকেলে শোভাযাত্রা নিয়ে সংসদ সদস্য হারুনকে বরণ করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে সংসদ সদস্য হারুনুর রাশিদ হারুন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সকল কর্মকর্তার উদ্দেশে বলেছেন, আসুন, আমরা চাঁপাইনবাবগঞ্জকে একটি সুন্দর, আধুনিক ও দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
তিনি বলেন, ‘আমাকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মানুষ অনেক ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন। সেই ভালোবাসার মূল্য দেয়ার চেষ্টা করব আমি। এসময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করবেন বলে দলীয় নেতাকর্মীদের বলেন- মনে রাখতে হবে, হারুন শুধু আপনাদের নয়, বাংলাদেশ জাতীয়বাদী দলের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পালন করছে। সেই কারণে এই দায়িত্ব আমাকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে।

এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাশেম আলীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাচোলে আমিনুল ইসলামকে গণসংবর্ধনা 


এদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলামকে নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়েজনে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভকেট মাইনুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদ্বশ জাতীয় সংসদে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে মক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মজিদুল হক, সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুর হোদা, নাচোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খোকন, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিমুদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাদির আহাম্মেদ ভুলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন কাজল, পৌর ছাত্রদলের সভাপতি হামিদুর রহমান মুকুল। এছাড়া নাচোল পৌর ও ৪ ইউনিয়নের বিএনপি’র অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-১৯

,