নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে স্থানীয় নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ এই কর্মসূচির আয়োজন করে। প্রায় একঘণ্টা ধরে চলা মানববন্ধনে শিক্ষার্থী-শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগম, সদস্য মনোয়ারা খাতুন, নুরুন্নাহার, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, অ্যাডভোকেট আবু হাসিব, সাবেক ছাত্রনেতা রফিক হাসান বাবলু, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ।
এ সময় বক্তারা বলেন, নারী নিপীড়নের ঘটনায় বিচার না হওয়ায় এখন নিপীড়করা আরো সাহস পেয়েছে। তারা নির্যাতন-নিপীড়নের পর পুড়িয়ে হত্যার মতো ধৃষ্টতা দেখিয়েছে। নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কেউ এমন ঘৃন্য অপরাধ করার সাহস না পায়। নুসরাতের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবীকেআদালতে না যাওয়ারও অনুরোধ জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৪-১৯