মাদকের আগ্রাসনে ক্ষতবিক্ষত জাতি, উত্তরনে কঠোর অবস্থানে সরকার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন মাদকের আগ্রাসনে আজ ক্ষতবিক্ষত জাতি, এর কারনে আমাদের সকল অর্জনই ম্লান হয়ে যাবে, প্রয়োজন নৈতিকতার উন্নয়ন। তিনি শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী সমাবেশে এ কথা বলেন। প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে তিনি আরো বলেন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই দেশকে মাদক মুক্ত করা। সেই লক্ষ্যই নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হব, মাদকের বিরুদ্ধে অবস্থান নিব। সবার অংশগ্রহনে অবশ্যই আমরা মাদক মুক্ত করতে পারব আমাদের এ বাংলাদেশকে। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী এ সমাবেশের আয়োজন করেন,জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এস এম সালাহউদ্দিন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিউ¯ প্রতিবেদক/ ১২-০৪-১৯