পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখ’১৪২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের পরিচলনায় সভায় সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে  পহেলা বৈশাখ অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
এতে অংশ নেন স্থানীয সরকার বিভাগের উপপরিচালক ড.চিত্রলেখা নাজনীন,জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জুরুল হুদা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন,সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন,প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ইফফাত আরা নার্গিস সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান,প্রতিনিধি,সামাজিক,সাংস্কৃতিক কর্মীরা সহ বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মকর্তাবৃন্দ।
সভায় পহেলা বৈশাখ সকালে শহরের গ্রীনভিউ স্কুলের সামনে আ¤্রকাননে ঢাকার রমনার বটমুলে সঙ্গীতানুষ্ঠানের ন্যায় সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে দিনের অনুষ্ঠানমালা শুরুর সিদ্ধান্ত হয়। এছাড়া সকালে সকল সংগঠন-প্রতিষ্ঠানের একযোগে অংশগ্রহণে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা  ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও সিদ্ধান্ত হয়।  
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৯