স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব তৌফিকুল ইসলাম তোফা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, এম কোরাইশী মিলু, নির্বাহী সদস্য আজমল হোসেন, সালামত ওস্তাদ।  প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৫টি টিম অংশ নেয়।
উদ্বোধনী খেলায় ভোলাহাট উপজেলা কাবাডি দল মুখোমুখি হয় নাচোল উপজেলা কাবাড়ি দলের। এতে ৬৭-২৫ পয়েন্টের ব্যাবধানে নাচোল কাবডি দল বিজয়ী হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৯