শিবগঞ্জে অস্ত্রসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এরাদত বিশ্বাস গ্রামের একটি আম বাগান থেকে সোমবার বিকালে ১টি পিস্তল, ২টি মাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধারসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ এরাদত বিশ্বাসের টোলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জে এরাদত বিশ্বাসের টোলা গ্রামস্থ হযরত আলীর বসত বাড়ীর ১শ’ গজ পূর্বে জনৈক সবুর হাজ¦ীর আম বাগানের ভিতর অভিযান চালায় র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে ১টি পিস্তল, ২টি মাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ জিয়ারুলকে আটক করা হয়। র্যাব আরো জানায়, আটক জিয়ারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সীমান্তে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসীমুলক কর্মকান্ড, অস্ত্র ও মাদক সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৩-১৯
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জে এরাদত বিশ্বাসের টোলা গ্রামস্থ হযরত আলীর বসত বাড়ীর ১শ’ গজ পূর্বে জনৈক সবুর হাজ¦ীর আম বাগানের ভিতর অভিযান চালায় র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে ১টি পিস্তল, ২টি মাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ জিয়ারুলকে আটক করা হয়। র্যাব আরো জানায়, আটক জিয়ারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সীমান্তে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসীমুলক কর্মকান্ড, অস্ত্র ও মাদক সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৩-১৯