বিশরশিয়া সীমান্ত এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া সীমান্ত থেকে মঙ্গলবার ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবির দাবি, এটিই চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ নিয়ে এক প্রেস ব্রিফিং কওে বিজিবি। এসময় বিজিবি অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল হাবিলদার মোঃ আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে সীমান্তে পিলার ১৩/১ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশরশিয়া মাঠে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ভারত থেকে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি পালিয়ে গেলেও একটি বস্তা ফেলে যায়। ওই বস্তা থেকে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৩-১৯

,