৫ দফা দাবিতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ পরিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটে নিয়মিত ক্লাস, ছাত্রাবাস নির্মাণসহ ৫ দফা দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
সকালে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এসে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে বারঘরিয়া অংশে বিক্ষোভ করে। পরে তারা মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। এতে ইন্সটিটিউটের দু’ শতাধিক অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেতন বৈষ্যমের কথা তুলে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাসে না গিয়ে কর্মবিরতি পালন করছেন। এরফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। শত শত শিক্ষার্থী ক্ষতি মুখে পড়েছেন। শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস নিয়মিত করা, ইন্সটিটিউটে ছাত্রবাস নির্মাণ করাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচির পালনের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
ইন্সটিটিউটের অধ্যক্ষ হুমায়ন কবির জানান, সরকারের বেতন বৈষম্যের কারণে ২৭ মার্চ থেকে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাস বর্জন করেছেন। যার কারণে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর ক্লাস হচ্ছেনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৩-১৯
সকালে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এসে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে বারঘরিয়া অংশে বিক্ষোভ করে। পরে তারা মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। এতে ইন্সটিটিউটের দু’ শতাধিক অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেতন বৈষ্যমের কথা তুলে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাসে না গিয়ে কর্মবিরতি পালন করছেন। এরফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। শত শত শিক্ষার্থী ক্ষতি মুখে পড়েছেন। শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস নিয়মিত করা, ইন্সটিটিউটে ছাত্রবাস নির্মাণ করাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচির পালনের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
ইন্সটিটিউটের অধ্যক্ষ হুমায়ন কবির জানান, সরকারের বেতন বৈষম্যের কারণে ২৭ মার্চ থেকে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাস বর্জন করেছেন। যার কারণে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর ক্লাস হচ্ছেনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৩-১৯