শিবগঞ্জে আম বাগান থেকে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার একটি আম বাগানে থেকে ৪’শ ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বাংলাদেশের অভ্যন্তরে চোরাইপথে অবৈধভাবে কিছু মাদকদ্রব্য প্রবেশ করাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনস্থ আজমতপুর বিওপির টহল কমান্ডার নায়েক সেতু রঞ্জন সাহা’র নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮২/১-এস হতে আনুমানিক ৫’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগিচাপাড়া আম বাগানে অভিযান চালায়। অভিযানকালে বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ভারতীয় ৪’শ ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০১-১৯

,