ফিল্ডের হাটে মাহেন্দ্র উল্টে কাঠমিস্ত্রির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্ডের হাট এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী মাহেন্দ্রা উল্টে সাদেকুল ইসলাম নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। নিহত সাদেকুল শিবগঞ্জ উপজেলার লাগাতপাড়া গ্রামের সাইরুল শেখের ছেলে। যাত্রীবাহী মাহেন্দ্রটি শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরে আসার সময় দূর্ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফিল্ডেরহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ অভিমুখি যাত্রীবাহী মাহেন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে হটাৎ উল্টে যায়। এতে চাপা পড়ে আহত হয় সাদেকুল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে সে মারা যায়।
এ ব্যাপারে আইন গত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৯
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফিল্ডেরহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ অভিমুখি যাত্রীবাহী মাহেন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে হটাৎ উল্টে যায়। এতে চাপা পড়ে আহত হয় সাদেকুল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে সে মারা যায়।
এ ব্যাপারে আইন গত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৯