জেলায় স্কুলে স্কুলে বই উৎসব

বছরের প্রথম দিনের সকালে রঙ্গিন মলাটের নতুন বই হাতে পেয়ে আনন্দ উচ্ছাস করেছে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে  উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জেলায় ১ হাজার ৮৬টি প্রাথমিক ও ২৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বই প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এ সময় উপস্থিতি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দাউদ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্য প্রফেসর মনোয়ারা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস, এডিএম দ্রেবেন্দ্র নাথ উরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।

এবছর জেলার প্রাথমিক পর্যায়ে ৯ লাখ ৮৮ হাজার ৫৪২ খানা বই ও মাধ্যমিক পর্যায়ে ২৭ লাখ ১১ হাজার ৮৮৭খানা বই বিতরণ করা হয়।
নাচোল 
আমাদের নাচোল প্রতিবেদক জানান সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও বই উৎসবের দিনে আনুষ্ঠানিকভাবে কোমলমতি শিার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে।মঙ্গলবার বেলা ১২টায় মুন্সি হযরত আলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ও রুহুল আমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, প্রতিষ্ঠানের প্রধান শিক সাদিকুল ইসলাম, উপজেলা শিা অফিসার আমিরুল ইসলাম ও মাধ্যমিক শিা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খাঁন।
এদিন একযোগে উপজেলার গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয়, প্রত্যাশা একাডেমি ছাড়াও মাধ্যমিক ও অন্যান্য শিা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও অভিভাবকদের নিয়ে শিকগণ শিক্ষার্থীদের মাঝে  নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৯

,