বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নানান কর্মসুচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ভোরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচি শুরু হয়। পরে পতাকা উত্তোলন বিশেষ দরবার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। কর্মসুচিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মো: ফুয়াদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৯’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল এসএম সালাহ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিজিবি’র সৈনিকসহ তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১২-১৮
সোমবার ভোরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচি শুরু হয়। পরে পতাকা উত্তোলন বিশেষ দরবার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। কর্মসুচিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মো: ফুয়াদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৯’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল এসএম সালাহ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিজিবি’র সৈনিকসহ তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১২-১৮