শিবগঞ্জের লক্ষীর চরে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী লক্ষীর চর এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ১৩/৩ এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীর চর এলাকায় অভিযান চালায়।

ওয়াহেদপুর বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল খালেক সরকারের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে লক্ষীর চরের ধানের চারা ক্ষেতে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

উদ্ধার করা ইয়াবার মূল্য ৬ লাখ টাকা।

এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১২-১৮

,