কিরণগঞ্জ সীমান্তে রহিম নামের একজনের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে আব্দুর রহিম নামে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। রহিম সীমান্তের ছড়াটোলা গ্রামের মোরশেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে। তার মাথায় গুলি লেগেছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মারা সে গেছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান, সকালে স্থানীয়রা কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি ভূখন্ডের ৫শ গজ ভেতওে আব্দুর রহিমের বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১২-১৮
শিবগঞ্জ থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে। তার মাথায় গুলি লেগেছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মারা সে গেছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান, সকালে স্থানীয়রা কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি ভূখন্ডের ৫শ গজ ভেতওে আব্দুর রহিমের বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১২-১৮